সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি

দরিদ্র নারীরা তাদের দাবিদাওয়া নিয়ে সোচ্চার না হলে তাদের উনড়বয়ন ঘটানো অসম্ভব। নারীরা যাতে তাদের অধিকার আদায়ে তৎপর হয়, নেতৃত্বের বিকাশ ঘটায়, শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং সমাজে আরো সক্রিয় ভ’মিকা পালন করতে সমর্থ হয়, সেজন্য সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি তাদেরকে কৌশলগত সহায়তা প্রদান করে থাকে। আমরা প্রাতিষ্ঠানিকভাবে গ্রামীণ জনগোষ্ঠীকে শক্তিশালী করে তুলি যাতে জনগোষ্ঠী এবং স্থানীয় সরকারের মধ্যে বিদ্যমান ব্যবধান কমে আসে। নারী ও শিশু নির্যাতন রোধে আমরা তথ্যের প্রবেশগম্যতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করি। জেন্ডারসমতা অর্জন এবং নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন এবং সর্বস্তরে জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রণীত টেকসই উনড়বয়ন লক্ষ্য (এসডিজি ৫ ও ১৬) বাস্তবায়নে আমরা কার্যক্রম পরিচালনা করছি।

 

কর্মসূচির লক্ষ্য

অধিকার ও প্রাপ্যতা আদায়ের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী, বিশেষত নারীর ক্ষমতায়ন।

 

কর্মসূচির উদ্দেশ্য

১.           কমিউনিটিভিত্তিক সংগঠন তৈরী ও শক্তিশালী করে দরিদ্র জনগোষ্ঠী, বিশেষত নারীদের জন্য একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা যার মাধ্যমে নারীরা তাদের বক্তব্য তুলে ধরতে পারে এবং নিজেদের অধিকার ও প্রাপ্যতা আদায়ে উদ্যোগ নিতে পারে

২.           স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধি করা যার মাধ্যমে দায়িত্বশীল ও দরিদ্র-সহায়ক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়

৩.           নারী ও শিশুর প্রতি সহিংতা প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা যার মাধ্যমে তাদের সম্ভাবনার বিকাশ ঘটানোর জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত হয়

৪.            তথ্যে প্রবেশগম্যতা নিশ্চিত করা যার মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ প্রদত্ত সেবায় দরিদ্র জনগোষ্ঠীর প্রবেশগম্যতা বৃদ্ধি পায়

কর্মসূচির কৌশলগত ফোকাস

১.           ব্র্যাকের অপরাপর কর্মসূচি/সরকারি/বেসরকারি সংস্থাসমূহের সঙ্গে সহযোগিতা ও লিংকেজ শক্তিশালীকরণ

২.           তৃণমূল জনগোষ্ঠীর নেতৃত্বে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সার্বজনীন স্থানীয় সরকার প্রতিষ্ঠা

৩.           নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষদের অধিকতর সম্পৃক্তকরণ

৪.            তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নেটওয়ার্কিং এবং লিংকেজ স্থাপণের মাধ্যমে অ্যাডভোকেসি শক্তিশালীকরণ

৫.           সহিংস ঘটনা প্রতিরোধ, প্রতিকার ও ভূক্তভোগীদের পূনর্বাসনের জন্য ব্র্যাকের সকল কর্মসূচিকে নিয়ে সমন্বিত কৌশল প্রণয়ন

৬.           নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে সরকারের সঙ্গে অংশীদারত্ব প্রতিষ্ঠা

৭.            গণনাটকের মাধ্যমে সীমিত আকারে ব্যয় পুনরুদ্ধার

Will you be the first with a medal?