মাইগ্রেশন প্রোগ্রাম

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দেশের গুরুত্বপূর্ণ ১২টি অঞ্চলে সেন্টার অফিস স্থাপনের মাধ্যমে সারা দেশে কর্মসূচি বিস্তৃত রেখেছে ব্র্যাকের এই কর্মসূচির আওতায় বর্তমানে তিনটি লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালনা করছে প্রথমত; বিদেশ যাওয়ার পূর্বে কার্যক্রম যাতে অভিবাসন প্রত্যাশীরা প্রয়োজনীয় তথ্য প্রস্তুতি নিয়ে নিরাপদে বিদেশে যেতে পারেন, দ্বিতীয়ত; মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা জনমত সৃষ্টির মাধ্যমে মানবপাচার রোধ এবং পাচারের শিকারদের উদ্ধার পুনর্বাসন করা ; তৃতীয়ত: বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণের উদ্যোগ গ্রহণ করা যাতে তারা চূড়ান্তভাবে দেশে ফিরে এসে সামাজিক অর্থনৈতিকভাবে সফল পুনরেকত্রীকরণ করতে পারেন এই লক্ষ্যগুলো অনুসরণ করে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় দপ্তর, দেশীয় আন্তর্জাতিক সংস্থা এবং সমমনা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব সমন্বয় বজায় রেখে ব্র্যাক অভিবাসীদের অধিকার মর্যাদা নিশ্চিতকরনে নিরলসভাবে কাজ করে যাচেছ বিভিন্ন দাতাসংস্থার অর্থনৈতিক কারিগরি সহায়তায় পরিচালিত হচ্ছে বেশ কয়েকটি প্রকল্প

 

সরকারের ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং জাতিসংঘের প্রতিষ্ঠান আইওএম কারিগরি সহায়তায় ব্র্যাক ২০১৭ সাল হতে ইউরোপ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে সারা দেশে কার্যক্রম পরিচালনা শুরু করেছে এই প্রকল্পের আওতায় ইউরোপ ফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণের জন্য পরিকল্পনা প্রণয়ন করে সে অনুযায়ী মনোসামাজিক, সামাজিক এবং অর্থনৈতিক সহায়তা প্রদান করা হচ্ছে ক্ষেত্রে ১০ জন প্রশিক্ষণপ্রাপ্ত মনোসামাজিক কাউন্সেলর প্রতারিত মানসিকভাবে হতাশাগ্রস্ত বিদেশ ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণের লক্ষ্যে সেবা প্রদান করছেন তাছাড়া, নিরাপদ অভিবাসনের জন্য জনসচেতনতা তৈরির লক্ষ্যেও প্রকল্পটি বিভিন্ন সচেতনতামূলক কর্মকা- যেমন- গণনাটক, কমিউনিটি মিটিং, উঠান বৈঠক, ভিড্ওি শো, স্কুল কুইজ ইত্যাদি পরিচালনা করছে শুধু তাই নয়, ‘ইন্টারন্যাশনাল রিটার্নস এ্যান্ড রিইন্টিগ্রেশন এসিসট্যান্স (ইরারা) অর্থ সহায়তায় পরিচালিত হচ্ছেসাসটেনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশ রিটার্নিজ  (ইরিন) নামে অপর একটি প্রকল্প প্রকল্পের মাধ্যমেও বিদেশ ফেরতদের অথনৈতিক মনোসামাজিক সহায়তা প্রদান করা হচ্ছে

এছাড়াও ডেনমার্ক এম্বেসি বাংলাদেশ এর অর্থায়নে বিদেশ ফেরতদের অর্থনৈতিক পুনরেকত্রীকরণের লক্ষ্যে ব্র্যাক ‘সোশিও ইকোনোমিক রিইন্টিগ্রেশান অব রিটার্নি মাইগ্রেন্ট ওয়ার্কারস অব বাংলাদেশ’ নামক আর একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের অধীনে বিদেশ ফেরত অভিবাসীদের নামের তালিকা তৈরি, অর্থনৈতিক পুনরেকত্রীকরণের লক্ষ্যে চাহিদা যাচাই, প্রয়োজনীয় প্রশিক্ষণ, জব প্লেসমেন্ট সহায়তা ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণের লক্ষ্যে রেফারাল সহায়তাসহ নিরাপদ অভিবাসনে সচেতনতা বৃদ্ধি ও সুশাসন নিশ্চিতকরণে মাঠ পর্যায়ে কাজ চলছে।

Ranking
Position Participant
1mou2,075
2Russel1,840
3rashed986