ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি

জানুয়ারী ১৯৭৪ থেকে প্রতি ৫টি গ্রামের জন্য একজন প্যারামেডিক (নগ্নপদ চিকিৎসক) দিয়ে টোকেন ফি এর মাধ্যমে বিনা মূল্যে ওষুধ এবং চিকিৎসা আরম্ভ করে। ১৯৭৭ সালে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে জনগোষ্ঠীর দোরগড়ায় পৌছানো ও আর্থিকভাবে স্বায়ীত্বশীল স্বাস্থ্য কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে মানিকগঞ্জে প্রথম গ্রামীণ স্বাস্থ্য স্বেচ্ছাসেবক কর্মসূচির কাজ পরীক্ষামূলকভাবে শুরু হয়। শিশু মৃত্যুর অন্যতম কারণ ডায়রিয়া থেকে মৃত্যু প্রতিরোধে ঘরে ঘরে ডায়রিয়া প্রতিরোধে শিক্ষা কর্মসূচি- ওটেপ-এর কাজ শুরু করা হয় ১৯৮০ সালে| ১৯৯৪ সালে ডটস সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সহযোগী হিসাবে কাজ করার লক্ষ্যে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। ১৯৯৬ সালে প্রজনন স্বাস্থ্য ও রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি ও পুষ্টি কর্মসূচি কাজ শুরু। ব্র্যাক কৃত্রিম পা সংযোজন ও ব্রেইস কেন্দ্র প্রতিষ্ঠিত হয় ২০০০ সালে। ২০০১ সালে ক্ষুদ্র স্বাস্থ্যবীমা কর্মসূচি এবং ২০০৫ সালে পাইলট মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য কার্যক্রম শুরু হয়। ২০০৬ সালে ওয়াশ, মানসী ও উন্নত জীবিকায় চশমা কর্মসূচি ও ২০১১ সালে ভিশন সেন্টের কর্মসূচি শুরু হয়। ২০১৭ সালে পরীক্ষামূলক ভাবে সোশাল এন্টারপ্রাইজের যাত্রা শুরু হয়।

Will you be the first with a medal?