ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি

ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে: মার্চ ১, ২০১৫।

লক্ষ্য: দক্ষ বাংলাদেশ এর সম্ভাবনাকে উদ্ঘাটনবাংলাদেশে প্রতি বছর প্রায় ২২ লাখের মত যুবক চাকরিবাজারে যোগদানের জন্য প্রস্তুত হয়।

প্রতি ৫ জনের ১ জন যুবক কোনো চাকরি বা প্রশিক্ষণের আওতায় নেই। দুটি শাখায় কাজ করে:  আনুষ্ঠানিক (Formal) বা প্রতিষ্ঠানভিত্তিক ও অনানুষ্ঠানিক (Informal) বা ওস্তাদ-শাগরেদ ভিত্তিক। প্রায় ৪৫টি জেলায় কার্যক্রম আছে। ব্র্যাক ইন্সটিটিউট অব স্কিলস্‌ ডেভেলপমেন্ট অবস্থিত আশকোনা, উত্তরা, ঢাকায়। প্রায় ৩০টির কাছাকাছি বিষয়ে প্রশিক্ষণ দেওা হয়। সরকারি, দাতা সংস্থা ও বিভিন্ন সমিতি/সংঘের সঙ্গে মিলিতভাবে অনেক প্রকল্প পরিচালনা করা হয়। প্রায় ৮৫ হাজারের মত প্রশিক্ষণার্থীকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ গ্রহণকারীর প্রায় ৯৫ ভাগ চাকুরিরত। প্রশিক্ষণ গ্রহণকারীর প্রায় ৫০ভাগের অধিক মেয়ে।

Will you be the first with a medal?