আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম: ব্র্যাকের অতিদারিদ্র্য বিমোচন কর্মসূচি

বাংলাদেশের মোট জনসংখ্যার ১২.৯ ভাগ মানুষ অতিদরিদ্র (জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল: বাংলাদেশ ২০১৫)। দারিদ্র্যপীড়িত এই জনগোষ্ঠির আয় খুবই নগণ্য (বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী দৈনিক মাথাপিছু আয় ১.৯০ ডলারের নিচে), যার সিংহভাগ খরচ করেও তারা পর্যাপ্ত পরিমানে খাদ্যচাহিদা পূরণ করতে সক্ষম হন না। অনেকেই দুর্গম ও পিছিয়ে পড়া অঞ্চলে বাস করেন এবং সামাজিকভাবেও তারা বিচ্ছিন্ন। এছাড়াও প্রচলিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে তাদের অভিগম্যতা নেই। এই অতিদরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক অবস্থার টেকসই পরিবর্তন আনয়নের লক্ষ্যে ব্র্যাক ২০০২ সালে সিএফপিআর-টিইউপি (চ্যালেঞ্জিং দ্যা ফ্রন্টিয়ার অব পোভার্টি রিডাকশন-টার্গেটিং দ্যা আলট্রা পুওর) কর্মসূচি শুরু করে, যা বর্তমানে আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম নামে পরিচিত। দুই বছরব্যাপি এই কর্মসূচিতে সম্পদ হসাতান্তর এবং সহজ শর্তে সুদমুক্ত ঋণ বিতরণ, সঞ্চয়ের অভ্যাস তৈরি করা, কারিগরি প্রশিক্ষণ প্রদান, হাতে-কলমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান, স্বাস্থ্যসেবা প্রদান, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি মোবিলাইজেশন এই ৬ ধরণের সহায়তা প্রদানের মাধ্যমে অতিদরিদ্র পরিবারকে তাদের ভঙ্গুর আর্থ-সামাজিক অবস্থার টেকসই উন্নয়নে সহযোগিতা করা হয়। এখন পর্যন্ত বাংলাদেশের ৪৭টি জেলার প্রায় ১৯ লক্ষ অতিদরিদ্র পরিবার ব্র্যাকের ইউপিজি কর্মসূচির আওতায় এসেছে। আন্তর্জাতিকভাবেও ব্র্যাকের এই উন্নয়ন মডেলটি প্রশংসিত হয়েছে। বর্তমানে ৪০টিরও বেশি দেশে ব্র্যাকের এই মডেলটি অনুসরণ করে সরকার, বেসরকারি সংস্থা এবং দাতাসংস্থার উদ্যোগে সেখানকার আর্থ-সামাজিক প্রেক্ষাপট অনুযায়ি অতিদারিদ্র্য বিমোচন কর্মসূচি পরিচালিত হচ্ছে। 

Will you be the first with a medal?